ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
উচ্চ মাধ্যমিকে মেয়েরা এগিয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মেয়েরা ভাল ফলাফল করেছে। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছে।

 

এবার মেয়েদের পাসের হার শতকরা ৭৬ দশমিক ৬৮, অপরদিকে ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮১।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৪ লাখ ৫২ হাজার ১৩০ জন মেয়ে অংশ নিয়েছিলেন, তারমধ্যে পাস করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭০৮ জন।

অপরদিকে ৪ লাখ ৬২ হাজার ৪৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৪৫ হাজার ৯৮২ জন পাস করেছেন।

তবে সকল বোর্ড মিলিয়ে  জিপিএ-৫ পেয়েছেন ৩৮ হাজার ৭৮৭ ছেলে শিক্ষার্থী, অপরদিকে ৩১ হাজার ৮১৫ মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়াও ব্যবসায় শিক্ষায় মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৬০ যেখানে ছেলেরা ৭৯ দশমিক ৬৭ ভাগ পাস করেছেন।

মানবিক শাখায় মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৯৮, ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৫৯।

আর মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ০৫, অপরদিকে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ১৯।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।