ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নায়েমের নতুন ডিজি ইফফাত আরা নার্গিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
নায়েমের নতুন ডিজি ইফফাত আরা নার্গিস

ঢাকা: জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন মহাপরিচালক (ডিজি) এবং তিন কলেজে তিনজন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় ঢাকার গার্হস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইফফাত আরা নার্গিসকে নায়েমের মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।



বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ইফফাত আরা সমাজ কল্যাণের অধ্যাপক।

গার্হস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের রসায়নের অধ্যাপক শামছুন নাহার।

এছাড়া, নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক মো. শৌকত আলীকে (সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলির আদেশাধীন) সিলেট টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এবং নওগাঁর জাহাঙ্গীর সরকারি কলেজের দর্শনের অধ্যাপক এস এম জিল্লুর রহমানকে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে।

একইসঙ্গে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মাহবুব আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad