ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পাঁচ শ’ পথ শিশুর মুখে হাসি ফোটালো এনএসইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
পাঁচ শ’ পথ শিশুর মুখে হাসি ফোটালো এনএসইউ

ঢাকা: ইসলাম ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে পাঁচ শ’ পথ শিশুর মুখে হাসি ফুটিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোসাল সার্ভিস ক্লাব (এনএসইউএসএসসি)।

সুবিধা বঞ্চিত এসব শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ঈদের আগের সপ্তাহে ধানমণ্ডির বিভিন্ন এলাকায় নতুন পোশাক বিতরণ করে ক্লাবের সদস্যরা।



ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ ফাহিম আশরাফ রেহান বলেন, প্রতি বছরই আমরা চেষ্টা করি পথ শিশুদের মুখে হাসি ফোটাতে। একইভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রেই আমরা দায়বদ্ধ। যদি সবাই একসঙ্গে কাজ করা যায় তাহলে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

সেসময় ক্লাবের সাধ‍ারণ সম্পাদক হাসিন তাজওয়াল খান, যুগ্ম-সাধারণ সম্পদক মো. ইশতিয়াক হায়দার হিমেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।