bangla news

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবির প্রতিবেদন শিক্ষামন্ত্রীর হাতে

580 |
আপডেট: ২০১৪-০৭-০৭ ৪:২৮:০০ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা প্রতিবেদন শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছে টিআইবি। সোমবার দুপুর সোয়া একটার দিকে সচিবালয়ের ফটকে স্থাপিত ডাকবাক্সে এ প্রতিবেদন দেওয়া হয়।

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা প্রতিবেদন শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছে টিআইবি।
 
সোমবার দুপুর সোয়া একটার দিকে সচিবালয়ের ফটকে স্থাপিত ডাকবাক্সে এ প্রতিবেদন দেওয়া হয়।
 
পরে সচিবালয় ফটক থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে প্রতিবেদনটি এনে শিক্ষামন্ত্রীর হাতে দেওয়া হয়।
 
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী প্রতিবেদনটি ফটোকপি করে ভারপ্রাপ্ত শিক্ষাসচিব, অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) দিয়েছেন। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট শাখাকে প্রতিবেদনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলেছেন।
 
গত ৩০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
 

বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেট ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবৈধ অর্থের লেনদেন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
রোববার শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড এবং উপাচার্যদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে জানতে চান।
 
তবে শিক্ষামন্ত্রী প্রতিবেদনকে অপরিপক্ক ও অপূর্ণ দাবি করে বলেন, প্রতিবেদন তৈরির সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারো সঙ্গে কথা বলা হয়নি।
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়দের সংগঠন অ্যাসোসিয়েশন অব নন-গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এএনইউবি) এ মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনটি গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সচিবালয়ের গেটে দায়িত্বরত সংশ্লিষ্টরা এর একটি রিসিভ কপিও গ্রহণ করেন।

এ বিষয়ে টিআইবি পরিচালক (আউটরিচ ও কমিউনিকেশন) ড. রিজওয়ানুল আলম এ কথা জানান।

তিনি আরও বলেন, ২ জুলাই মন্ত্রী, সচিব, ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়দের সংগঠন অ্যাসোসিয়েশন অব নন-গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এএনইউবি) সভাপতিকে কপি দেওয়া হয়েছে। ৩ জুলাই হার্ডকপি পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে।
 
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-07-07 04:28:00