ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বতন্ত্র বেতন কাঠামো ও চাকুরি থেকে অবসরের বয়সসীমা ৬৭ বছর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানান শিক্ষকরা।



‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঢাবি শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক এস. এম. ইমামুল হক, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক আবুল মনসুর আহমেদ, ড. সুধাংশু শেখর রায়সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জনের বেশি শিক্ষক।

মানববন্ধনে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো ও অবসরের বয়সসীমা ৬৭ বছর করার যৌক্তিক দাবি গুরুত্ব পাচ্ছে না।

তিনি বলেন, উপমহাদেশসহ বিশ্বের অন্য দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো থাকলেও আমাদের দেশে তা নেই।

একটি দেশে শিক্ষকদের দৈন্যদশায় রেখে কখনও ওই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।