bangla news

চাকরির বয়সসীমা ৬৭ করার দাবিতে মানববন্ধন

353 |
আপডেট: ২০১৪-০৭-০৬ ৭:১০:০০ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক সমিতির সদস্যরা।

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক সমিতির সদস্যরা।

রোববার সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ করার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সারাদেশে মানববন্ধন করছে। তারই অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ বলেন, আমরা আমাদের দাবি পূরণের জন্য সবকিছু করবো।

প্রয়োজনে ক্লাস ও পরীক্ষাও বর্জন করতেও তারা প্রস্তুত আছেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির এই নেতা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সেকান্দার আলী বলেন, ব্যাংকে কর্মরত ব্যক্তিদের আলাদা স্বতন্ত্র বেতন স্কেল রয়েছে। তাদের মতো শিক্ষকদেরও এ সুযোগ দিতে হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সদস্যসহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-07-06 07:10:00