ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

স্টেট ইউনিভার্সিটির মিলন মেলা ১১ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ২৯, ২০১৪
স্টেট ইউনিভার্সিটির মিলন মেলা ১১ আগস্ট

ঢাকা: শিক্ষক, সহপাঠী এবং ভিন্ন ব্যাচের বন্ধু-বরেষুদের সঙ্গে আবারও একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিলন মেলা ‘তৃতীয় কনভেনশন’।



ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের নির্বাহী কর্মকর্তা খোরশেদ বাংলানিউজকে জানান, আগামী ১১ আগস্ট অনুষ্ঠেয় কনভেনশনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে এক অনাড়ম্বর সময় কাটানো সুযোগ পাবেন। কনভেনশনে অন্যান্য আনুষ্ঠানিকতার পাশ‍াপাশি আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কনভেনশনের আয়োজন করা হয়েছে।

এবারের কনভেনশনে প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে ৩০ মে’র মধ্যে রেজিস্ট্রেশনকারীদের জন্য থাকছে ৫০০ টাকা ছাড়।

আগামী ৩০ জুন পর্যন্ত ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস এবং ওয়েব সাইটে www.sub.edu.bd রেজিস্ট্রেশন করা যাবে।

কনভেনশন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৬৬ ৬৬৩ ৫৫৮, ০১৭৬৬ ৬৬৩ ৩৮০, ০১৭৬৬ ৬৬৩ ১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।