ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরিশালের শীর্ষ ২০ এ পটুয়াখালীর ৫টি স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৪
বরিশালের শীর্ষ ২০ এ পটুয়াখালীর ৫টি স্কুল ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

পটুয়াখালী: এসএসসি পরীক্ষায় পটুয়াখালীতে পাসের হার ৮৭ দশমিক ১৯।

বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে শীর্ষস্থানে ১ থেকে ২০ এর মধ্যে পটুয়াখালী জেলার ৫টি বিদ্যালয় স্থান পেয়েছে।



সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এরমধ্যে দুমকী উপজেলার সৃজনি বিদ্যানিকেতন বরিশাল বিভাগের মধ্যে ৪র্থ, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ১১তম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ১৬তম এবং বাউফল সরকারি উচ্চ বিদ্যালয় ১৯তম স্থানে রয়েছে।

এবার পটুয়াখালী জেলায় ১১ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে ছেলে ৬ হাজার ৬৪ এবং মেয়ে ৫ হাজার ৬৩৪ জন। আর পাস করেছে ১০ হাজার ৭৬৩ জন।

এবার এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার মোট ২৪৪টি স্কুলের মধ্যে মাত্র ৩৩টি স্কুলে শতভাগ পাস করেছে।

এদিকে, জেলা প্রশাসন কিংবা শিক্ষা অফিস থেকে জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা বলতে পারেনি।

তবে,ফলাফলের শীর্ষে থাকা বালিকা বিদ্যালয়ে ৮৬টি, জুবিলী স্কুলে ৬৭টি, সৃজনী বিদ্যানিকেতনে ৩৬টি, বাউফল সরকারি স্কুলে ২২টি জিপিএ-৫ পেয়েছে বলে জানা গেছে। এছাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে ২২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১৯ জন, জুবিলী স্কুলে ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১৮জন, দুমকী উপজেলার সৃজনী বিদ্যানিকেতনে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জনই পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।