ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

যশোর বোর্ডে সেরা বিশে খুলনার ৯ স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৪
যশোর বোর্ডে সেরা বিশে খুলনার ৯ স্কুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: এবার এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের সেরা ২০ স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে খুলনার ৯টি স্কুল।   এরমধ্যে খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে।

এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানেরই অর্জিত পয়েন্ট ৯১।

খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের ৫৯ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গত বছর ৪র্থ স্থানে থাকা খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় এবার ২য় স্থানে উঠে এসেছে। এই স্কুলের ৩১৮ জন ছাত্রীর মধ্যে ৩১৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৬৭ জন। এ স্কুলের পয়েন্ট ৯০ দশমিক ৪৫।

গত বছর শীর্ষে থাকলেও এবার ৩ নম্বরে নেমে গেছে খুলনা জিলা স্কুল। খুলনা জিলা স্কুলের ৪৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২৭ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১০ জন। এ স্কুলের পয়েন্ট ৮৮ দশমিক ৬৫।

গত দুই বছরে অভাবনীয় ফলাফল দেখিয়েছে খুলনার ফুলতলা ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল। গত বছর ২০তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৯ম স্থানে এসেছিল তারা। এবার আরও ৩ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে তারা। স্কুলটির ৫২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।

গত বছর ২০তম স্থানে থাকা খুলনা পাবলিক কলেজ এবার রয়েছে ৯ম স্থানে। তাদের ১৮৫ শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন।

এছাড়াও খুলনা সরকারি বালিকা বিদ্যালয় ১৫তম, খুলনা ল্যাবরেটরি হাই স্কুল ১৬ তম, খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ১৯তম এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ২০তম স্থান অধিকার করেছে।

ভালো ফলাফলে স্কুলগুলোয় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।