ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বর্ণাঢ্য শোভাযাত্রায় জাতীয় বিতর্ক উৎসব শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪
বর্ণাঢ্য শোভাযাত্রায় জাতীয় বিতর্ক উৎসব শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলা একাডেমি: বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো দু’দিনব্যাপী ৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব-২০১৪।
উৎসবের আয়োজক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ)।



শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দোয়েল চত্বর, জাতীয় প্রেসক্লাব ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।

এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, চ্যানেল আই, দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি গণমাধ্যম।

আয়োজক সূত্রে জানা যায়, এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে বিতর্ক কর্মশালা, বাংলা বিতর্ক (সংসদীয়), ইংরেজি বিতর্ক (সংসদীয়), পাবলিক স্পিকিং, প্লানচেট বিতর্ক প্রভৃতি।

সন্ধ্যায় থাকবে আয়োজক ও অংশগ্রহণকারীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।