ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে সিঙ্গাপুর যাচ্ছেন রাজশাহীর স্বচ্ছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৪
এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে সিঙ্গাপুর যাচ্ছেন রাজশাহীর স্বচ্ছ ফাহিম তাজওয়ার

রাজশাহী: ১৫তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে আগামি ১১ মে সিঙ্গাপুর যাচ্ছেন রাজশাহীর ফাহিম তাজওয়ার স্বচ্ছ।

৮ সদস্যের এই বাংলাদেশ দলে ৬ জন প্রতিযোগী ও ২জন কর্মকর্তা রয়েছেন।

প্রতিযোগিতায় এবার ৩২টি দেশ অংশ নিবে।

রাজশাহীর সরকারি ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী ফাহিম তাজওয়ার স্বচ্ছ রাজশাহী বিভাগীয় পর্যায়ে ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম ও জাতীয় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেন।

১০ম শ্রেণিতে প্রথম স্থ‍ান অধিকারী মেধাবী শিক্ষার্থী ফাহিমের বাবার নাম শেখ মুজিবর রহমান এবং মাতার নাম বেগম রহমান।

বাবা শেখ মুজিবর রহমান রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, মে ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।