bangla news

গোপালপুরে এইচএসসি’তে নকলে সহায়তার অভিযোগে আটক ১০

114 |
আপডেট: ২০১৪-০৫-০৬ ৭:১৮:০০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টাঙ্গাইলের গোপালপুরে এইচএসসি হিসাব বিজ্ঞান এমসিকিউ পরীক্ষায় নকল করা ও নকলে সহায়তার অভিযোগে ৫ ছাত্র ও ৫ শিক্ষককে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে এইচএসসি হিসাব বিজ্ঞান এমসিকিউ পরীক্ষায় নকল করা ও নকলে সহায়তার অভিযোগে ৫ ছাত্র ও ৫ শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- শিক্ষক মো. শরিফুল ইসলাম, হারুণ অর রশিদ, খন্দকার কামরুজ্জামান, অসিত সাহা ও নজরুল ইসলাম, ছাত্র জুয়েল, রুবেল, আলতাফ, শাহীন ও কবীর।

মঙ্গলবার দুপুরে উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ওসি) তানজিলা ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষা পরিদর্শনে যান তিনি। এসময় ৫ পরীক্ষার্থী হিসাব বিজ্ঞানের এমসিকিউ বই দেখে বৃত্ত ভরাট করছিলেন। আর এতে সহায়তা করছিলেন ৫ শিক্ষক। এ সময় তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-05-06 07:18:00