ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
বাকৃবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অনুষদীয় ছাত্র সমিতি কর্তৃক উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।



বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত মঙ্গলবার ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অনুষদীয় ছাত্র সমিতির নেত‍ারা উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। ওইদিন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আঞ্চলিক কর্মীসভায় যোগদানের জন্য বাকৃবি ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদিন ক্যাম্পাসের বাইরে ছিল।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ওইদিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার নিন্দা জানায়।

সংবাদ সম্মেলন শেষে অনুষদীয় ছাত্র সমিতির আন্দোলনে মৌন সম্মতি জ্ঞাপনের কথা ঘোষণা করে ছাত্রলীগ। সেইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অনুষদীয় সমিতিরি আন্দোলনে বাধা প্রদান ও হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের নিঃশর্ত পদত্যাগ দাবি করা হয়। অন্যথায় দাবি আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।