ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ফল বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ফল বুধবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) রাত ৮টায় এবং সন্ধ্যা ৬টা থেকে মোবাইলে পাওয়া যাবে।



মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nuH1Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পর ফল প্রকাশিত হচ্ছে।

সারা দেশের ৪১৬টি কলেজের সর্বমোট দুই লাখ ৭৯ হাজার ৬৬২ পরীক্ষার্থী ১৬৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ১০ হাজার ৬৬৪ শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।