ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে ক্লাস-পরীক্ষা চালুর দাবি ছাত্র সমিতির

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
বাকৃবিতে ক্লাস-পরীক্ষা চালুর দাবি ছাত্র সমিতির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছে বিভিন্ন অনুষদের ছাত্র সমিতির সদস্যরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের বাসভবনের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে এ দাবি জানায় তারা।



এছাড়া ছাত্র সমিতির নেতারা ছাত্রলীগ নেতা সাদ হত্যার প্রকৃত বিচার, শিক্ষক লাঞ্ছিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।