ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

রংপুর: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ‘ছাত্র সংসদ নির্বাচন সংগ্রাম মঞ্চ’ নামে একটি সংগঠন।

বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে ছাত্রনেতা রাইসুল ইসলাম নবীন, ধীমান রায়, আজমল হোসেন ও মুরাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।  

বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারছে না।

তারা বলেন, শুধু তাই নয় রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হচ্ছে না।   ছাত্র সংসদ না থাকায় দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলবাদী সংগঠনের অপতৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

একই সঙ্গে ছাত্ররাও টেন্ডারবাজিসহ নানা রকম অপকর্মে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

অবিলম্বে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী মাসের মধ্যে প্রাথমিকভাবে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বচন না দিলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।