ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বুধবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত বাকৃবি শিক্ষার্থীদের

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
বুধবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত বাকৃবি শিক্ষার্থীদের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বুধবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ এর পাদদেশে আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশ করে।

সমাবেশে শিক্ষক সমিতির সিদ্ধান্তকে মেনে নিয়ে ক্লাসে ফিরবে, কিন্তু কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবিকৃত সম্পূরক তদন্ত কমিটিকে প্রদত্ত ৩ সপ্তাহকে উপেক্ষা করে মঙ্গলবার পর্যন্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

অন্যথায়, মঙ্গলবার থেকে আবারো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনের কর্মসূচি হিসেবে বিজয়’৭১ এর ৩ মূর্তির চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় এবং পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।