ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এইচএসসি পরীক্ষা

সাতক্ষীরায় প্রথম দিনে অনুপস্থিত ২০৮, বহিষ্কার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
সাতক্ষীরায় প্রথম দিনে অনুপস্থিত ২০৮, বহিষ্কার ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সাতক্ষীরায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।



প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় নকল করার দায়ে জেলার আশাশুনি মহিলা কলেজ কেন্দ্র থেকে আজহারুল ইসলাম নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  

সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

এবার সাতক্ষীরার ৩৭টি কেন্দ্রে ২০ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ২০৮ জন। এর মধ্যে এইচএসসির ১৩৪ জন, বিএম-এর ২৮ জন ও আলিমের ৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।