ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

খুলনায় এবার উচ্চ মাধ্যমিকে ১৯৮৭৪ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
খুলনায় এবার উচ্চ মাধ্যমিকে ১৯৮৭৪ পরীক্ষার্থী

খুলনা: যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনায় এবারের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫শ’ জন। এছাড়া, আলিম পরীক্ষায় ১ হাজার ৯৫ জন এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার এ পরীক্ষা শুরু হচ্ছে।

জেলা প্রশাসক অফিস সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ১৪টি, ৯ উপজেলায় ২৪টি, এইচএসসি আলিম পরীক্ষায় মহানগরীতে ২টি, উপজেলায় ২টি কেন্দ্র এবং এইচএসসি ভোকেশনাল ৯টি উপজেলায় ১৪টি এবং মহানগরীতে ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী জাকির হোসেন বাংলানিউজকে জানান, খুলনা মহানগর এলাকার পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালে, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ১৯৮৫-এর ২৯ ও ৩০ ধারার ক্ষমতাবলে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এরমধ্যে পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে দু’শ’ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, সমবেত বা মিছিল করতে পারবেন না।

পারবেন না কোন প্রকার অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোন বস্তু বহন করতে। উচ্চস্বরে শব্দ হয় এমন আওয়াজ, গাড়ির হর্ন, লাউড স্পিকার বাজাতে পারবেন না।

মহনগর এলাকার দু’টি উপকেন্দ্রসহ ২২টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে- সরকারি এমএম সিটি কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, হাজী এ মালেক ইসলামিয়া কলেজ, আহমদিয়া দাখিল মাদ্রাসা (হাজী এ মালেক কলেজ উপকেন্দ্র), খুলনা আলীয়া মাদ্রাসা, শহীদ সোহরাওয়ার্দী কলেজ,  আহসান উল্লাহ কলেজ, বয়রাস্থ খুলনা ইসলামিয়া কলেজ, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সোনাডাঙ্গা; শহীদ আবুল কাশেম কলেজ, হরিণটানা;  সরকারি মহিলা কলেজ, রায়েরমহল কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, খালিশপুর; দৌলতপুর দিবা-নৈশ কলেজ, দৌলতপুর মুহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় (দিবা-নৈশ কলেজের উপকেন্দ্র), মুহসিন মহিলা মহাবিদ্যালয়, দৌলতপুর;  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং খানজাহান আলী আদর্শ কলেজ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।