ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৩৪তম বিসিএস: ১৬৪৬ জনের প্রার্থিতা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
৩৪তম বিসিএস: ১৬৪৬ জনের প্রার্থিতা বাতিল

ঢাকা: লিখিত পরীক্ষার এক দিন আগে ৩৪তম বিসিএসের এক হাজার ৬৪৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় ১৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।



এছাড়া বিপিএসসি ফর্ম-২ জমা না দেওয়ায় এক হাজার ৫১৫ জনের প্রার্থিতা বাতিল করা হলো।   এসব প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বাতিলকৃত প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)- তে পাওয়া যাবে।

সোমবার থেকে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী।

দেশের সাতটি আঞ্চলিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয় ৪৬ হাজার ২৫০ জন।

প্রিলিমিনারি পরীক্ষায় আদিবাসীদের বাদ দিয়ে ফল প্রকাশের পর একটি রিট আবেদন নিষ্পত্তি শেষে গত ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করে।

গত ১১ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বাদ পড়াদের যোগ করে ফল প্রকাশের আদেশ দেন।

প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়া ২৮০ জন প্রার্থীকে যোগ্য ঘোষণা করে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

আদিবাসীদের যোগ্য ঘোষণা করায় লিখিত পরীক্ষায় মোট প্রার্থী ৪৬ হাজার ৫৩০ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।