ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১৭ জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারো স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
১৭ জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারো স্থগিত

ঢাকা: আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবারো স্থগিত করা হয়েছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকতা রবীন্দ্রনাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘অনিবার্য কারণবশত’ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

১৭ জেলার বাতিলকৃত এ পরীক্ষা গত ১৪ মার্চ হওয়ার কথা থাকলেও প্রশ্ন ফাঁসের ঘটনায় পরে ২৮ মার্চ পুননির্ধারণ করা হয়েছিল।

স্থগিতকৃত লিখিত পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়নগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এ ১৭টি জেলায় পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।