ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবতেদায়ীতে বৃত্তি চালুর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
ইবতেদায়ীতে বৃত্তি চালুর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা:  ইবতেদায়ী সমাপনী (৫ম শ্রেণি) পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এই প্রথমবারের মতো সরকারি বৃত্তি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়|
 
শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মহাখালীর মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে প্রথমবারের মতো সরকারি বৃত্তি চালু উপলক্ষে শুকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা জানান|
 
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার যুগান্তকারী পরিবর্তন করেছে| গত পাঁচ বছরে সরকার বছরের প্রথম দিনে নতুন বই দেওয়া, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন সমতা করা, ১ হাজার মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ, ৩৫টি মডেল মাদ্রাসা, ১শ’টি মাদ্রাসায় বৃত্তিমূলক শিক্ষা চালু করেছে|
 
নাহিদ বলেন, ৮ম শ্রেণির বৃত্তি কর্মসূচিও মাদ্রাসার ক্ষেত্রে ছিল না| ২০১১ সাল থেকে সরকার জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বৃত্তি চালু হয়েছে| প্রতি বছর ৬ হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়| এবার প্রথমবারের মতো ইবতেদায়ী সমাপনী (৫ম শ্রেণি) পরীক্ষায়ও জিপিএ-৫ প্রাপ্তদের  মধ্যে বৃত্তি শুরু করা হলো|
 
তিনি জানান, এ বছর থেকে  থেকে ৫ হাজার মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ১০ হাজার সাধারণ বৃত্তি প্রদান করা হবে| প্রতি মাসে প্রতিজন মেধাবৃত্তি প্রাপ্তকে ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ১৫০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে| এ খাতে বার্ষিক মোট বরাদ্দ ৩ কোটি ২২ লাখ টাকা| প্রতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তিও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়ে থাকে|
 
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন শিক্ষামন্ত্রী|
 
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের সহ সভাপতি মাওলানা আ ম ম শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন|
 
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম মিয়া, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, ড. এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন|

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

** বৃত্তি পাচ্ছে ১৫ হাজার ইবতেদায়ী শিক্ষার্থী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।