ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রংপুরের পীরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
রংপুরের পীরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত

রংপুর: শিক্ষাই জীবনের মুল, ঝরে পড়া বড় ভুল- এই স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এটিও আব্দুল কুদ্দুস সরকার, এটিএম সারোয়ারুল আলম, আব্দুল হাই মন্ডল, শাহনাজ বেগম।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, দীপক কুমার সিংহ রায়, আবুল কালাম আজাদ, কবির হোসেন, নুরুল ইসলাম ও মোজাফ্ফর হোসেন প্রমুখ।

এর আগে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।