ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির রসায়ন বিভাগে পুণর্মিলনী অনুষ্ঠান শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
শাবিপ্রবির রসায়ন বিভাগে পুণর্মিলনী অনুষ্ঠান শুরু

শাবিপ্রবি: এসো মাতি উল্লাসে-এ শিরোনামে শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগে দুই দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের হয়।

পরে শোভাযাত্রাটি কেন্দ্রীয় মিলনায়তনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম খলিলুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক আমিনুল হক ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম হিরণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

এরপর দুপুর আড়াইটায় সাবেক শিক্ষার্থীদের পরিচয় পর্ব  এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া পুণর্মিলনীর দ্বিতীয় দিনের  আয়োজনে রয়েছে- সেমিনার, এ্যালমনি অ্যাসোসিয়েশন, আবসিক হল পরিদর্শন, বিভিন্ন ইভেন্টের খেলা, বাচ্চা ও দম্পতিদের অংশগ্রহণে খেলাসহ সর্বশেষ সমাপনী পর্ব।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।