ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আল্টিমেটাম

ঢাকা: ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ সায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ণাঙ্গ সায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হন। এসময় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আগামী ১০ মার্চের মধ্যে ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ সায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।    

মানববন্ধনে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়া, মানববন্ধনের আগে সায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।