ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির নতুন প্রক্টর অধ্যাপক তপন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
জাবির নতুন প্রক্টর অধ্যাপক তপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা নিয়োগ পেয়েছেন।

সোমবার রাতে অধ্যাপক মোহা. মুজিবুর রহমান প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলে নতুন প্রক্টর হিসেবে তিনি নিয়োগ পান।

একই সঙ্গে ১০ জন সহকারী প্রক্টরও নিয়োগ পেয়েছেন।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের নাজমুল হাসান তালুকদার, প্রত্নতত্ত্ব বিভাগের সিকদার মো. জুলকারনাইন, পদার্থ বিজ্ঞান বিভাগের হুমায়ুন কবির, মার্কেটিং বিভাগের নিগার সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের ইনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের মেহেদী ইকবাল ও তানজিনুল হক মোল্লা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সেলিনা আক্তার ও মাহমুদুল হাসান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শেখ আদনান ফাহাদ।

নব নিযুক্ত প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যোগদান করবো।

তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।