ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবি শিক্ষকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
জবি শিক্ষকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা ছবি: বাংলানিউজ ( ফাইল ফটো)

ঢাকা: লালবাগ জোনের ডিসি হারুন-অর রশিদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের অপসারণ, বেদখল হওয়া হল উদ্ধার, নতুন হল নির্মাণসহ ৮ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষদের পূর্ব ঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে ক্লাস বর্জন করে স্মারকিলিপি পেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন জবি শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শতাধিক শিক্ষক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন।



শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সরদার আলী আক্কাস বাংলানিউজকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলবে।

প্রতিদিন বেলা ১১টার পর থেকে সব ধরনের ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভায় ক্লাস বর্জনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্লাস বর্জনের ঘোষণার কথা নিশ্চিত করে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বাংলানিউজকে জানান, সিদ্ধান্ত অনুযায়ী কেবল সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস চলবে। এরপর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের ক্লাস নেওয়া হবে না। তবে নির্ধারিত পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

তিনি আরও জানান, ৮ দফা দাবি আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর পর্যায়ক্রমে স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়া, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিকার মঞ্চ গঠনেরও ঘোষণা দেওয়া হয় শিক্ষক সমিতির বৈঠকে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।