ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৪৮ ঘণ্টার মধ্যে জবি ছাত্রী হলের টেন্ডার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
৪৮ ঘণ্টার মধ্যে জবি ছাত্রী হলের টেন্ডার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বৈঠকে ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রী হলের টেন্ডার আহ্বান করার সিন্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব ড. মোহাম্মাদ সাদিকের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের স্টিয়ারিং কমিটির এক সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।



সভায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাবাজারস্থ ২০তলা বিশিষ্ট ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ ছাত্রী হলের টেন্ডার জাতীয় পত্রিকায় প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় এবং একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের নির্মাণ কাজের জন্য ঠিকাদার নির্বাচনের বিষয়টি চূড়ান্ত অনুমোদিত হয়। এবং অতি দ্রুত ঠিকাদারকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ০৬ মার্চ, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।