ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পেলো ৫৪,৪১২ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
প্রাথমিক বৃত্তি পেলো ৫৪,৪১২ শিক্ষার্থী

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকে এবার বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী।



এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩২ হাজার ৪৩৪ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্তদের এই তালিকা করা হয়েছে।

‌এবার পরীক্ষায় অংশ নেয় ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হয় ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন।

মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুইশ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড়শ’ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন দেড়শ’ টাকা করে পাবে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে বৃত্তির ফল জানা যাবে।

২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তি দেয়া হচ্ছে।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ২১ হাজার ৯৮০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৪৬৮ জনকে সাধারণ বৃত্তি দেয়া হয়।

এছাড়া গত বছর এক হাজার ৮২ জনকে সম্পূরক বৃত্তি (নির্দিষ্ট ওয়ার্ডে কোটা পূরণ না হলে অন্য ওয়ার্ড থেকে বৃত্তি) দেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad