ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এএসসির উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
এএসসির উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় তদন্ত শুরু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় গত ৯ ফেব্রুয়ারি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ৮৬টি উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্তদল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।



তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়ার নেতৃত্বে এ তদন্ত চলছে। কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষা বোর্ডের উপ-সচিব মো. মাহবুব হাসান এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াছ উদ্দিন আহমদ।


তদন্ত কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে তদন্ত দলের প্রধান সুমন বড়–য়া বাংলানিউজকে জানান, বেলা ১১টা থেকে ঘটনাস্থল চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁরা তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় কেন্দ্রের ৪ ও ৬ নম্বর কক্ষের পরীক্ষার্থী, ওইদিনের দায়িত্বপালনকারী পরির্দশক, কেন্দ্র সচিব ও অভিভাবকদের বক্তব্য নেওয়া হয়েছে।

পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়:  ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।