ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মধুপুরে কারিগরির সমাপনী পরীক্ষার ওএমআর সিট গায়েব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
মধুপুরে কারিগরির সমাপনী পরীক্ষার ওএমআর সিট গায়েব

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে কারিগরী শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষার ১৬৪টি উত্তরপত্রের ওএমআর (অপটিম মার্ক রিডার) সিট হারিয়ে গেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে রিকশায় করে পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ওএমআর সিটের প্যাকেটটি হারিয়ে যায়।



কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পু সিদ্দিকী জানান, বিদ্যালয়ের ল্যাব সহকারী রাজু দেবনাথকে ১৬৪টি উত্তরপত্র ও ওএমআর সিটের আলাদা প্যাকেট দিয়ে পোস্ট করতে পাঠানো হয়েছিল। তার অবহেলার কারণে প্যাকেটটি খোয়া গেছে বলেও তিনি জানান। এসময় রাজুর সঙ্গে আব্দুর রউফ নামে এক পুলিশ সদস্য ছিলেন।

এদিকে, ওএমআর সিটের প্যাকেট হারানোর কথা স্বীকার করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। মাইকিং করে প্যাকেটটি ফেরত পাওয়ার চেষ্টা চলছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ডের নবম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।