ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরিশাল বোর্ডে ২১২ শিক্ষার্থী অনুপস্থিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
বরিশাল বোর্ডে ২১২ শিক্ষার্থী অনুপস্থিত

বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিন বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১০৯টি কেন্দ্রে ২১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

রোববার প্রথমদিন অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬৪ হাজার ২৬০ জন।

এদের মধ্যে উপস্থিত ছিল ৬৪ হাজার ৪৮ জন। অনুপস্থিত ছিল ২১২ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার বাংলানিউজকে জানান, নকলমুক্ত ও  উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বোর্ডের অধীন ১০৯ কেন্দ্রের কোথাও কোনো পরীক্ষার্থী কিংবা পরীক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এ বছর বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ৭০ হাজার ৩০৯ জন। গত বছর বরিশাল বোর্ডের অধীনে ৯৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ৯৭০ জন।

এদিকে, বরিশাল বোর্ডেমাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল জেলায় ১০টি উপজেলায় অংশগ্রহণ করেছে ৫ হাজার ৯৭৮ জন দাখিল পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।