ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সাতক্ষীরায় পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২০২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
সাতক্ষীরায় পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২০২

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এদিন জেলায়  ২০২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।



রোববার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় সাতক্ষীরায় এসএসসির ৭২ জন, এসএসসি ভোকেশনালের ১৯ জন ও দাখিলের ১১১ জন শিক্ষার্থী  অনুপস্থিত ছিল।

সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বছর জেলার ২০ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।