bangla news

মানিকগঞ্জের ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ হাজার খাতা দিল বসুন্ধরা

34 |
আপডেট: ২০১৪-০২-০৫ ৪:৪৬:০০ এএম
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বসুন্ধরা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের পক্ষ থেকে মানিকগঞ্জের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে চার হাজার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পনের হাজার আটশ’টি বসুন্ধরা খাতা বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ: বসুন্ধরা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের পক্ষ থেকে মানিকগঞ্জের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে চার হাজার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পনের হাজার আটশ’টি বসুন্ধরা খাতা বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ খাতা প্রদান অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানের শাশুড়ি বিশিষ্ট সমাজ সেবক রওশন আরা বেগম।

 

বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ চিফ মার্কেটিং প্রমোশন অফিসার সাইফুল ইসলাম হেলালী, মানিকগঞ্জ মেসার্স ইসলাম ট্রেডার্সের পরিবেশক আলিমুল ইসলাম বিল্টু, রিজওনাল সেলস ম্যানেজার অহিদুল ইসলামসহ বসুন্ধরা পেপার মিলস্ ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

এসময় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা পেপার মিলের খাতা তুলে দেন রওশন আরা বেগম। যে ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাতা দেওয়া হয়েছে সেগুলো হলো-আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ মডেল হাই স্কুল, কাবেরী গৃহ নিয়োগী শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর উচ্চ বিদ্যালয়, সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাগীর উচ্চ বিদ্যালয়, মেঘ শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়াত আলী আলিম সিনিয়র মাদ্রাসা ও রওশন আরা বেগম মাদ্রাসা।

 

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-02-05 04:46:00