ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবিতে নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
জবিতে নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞানী, লন্ডন স্কুল অব এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কেটি গার্ডনারের বাংলাদেশর ওপর গবেষণা ও অভিজ্ঞতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাওলী মাহবুবের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এসময় অধ্যাপক ড. কেটি গার্ডনার বলেন, বাংলাদেশ নৃবিজ্ঞানে উজ্জ্বল সম্ভাবনার দেশ। এই দেশে নৃবৈজ্ঞানিক পদ্ধতির বিষয়ে গবেষণা করা যাবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের নৃবিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য উৎসাহিত করেন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এইচকেএম আরেফিন, জবি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী শাহেদুল হালীম, সহকারী অধ্যাপক কাজী মিজানুর রহমান, শিক্ষক মাইনউদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।