ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্ভাব্য সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা প্রক্রিয়া নিয়ে একাডেমিক কাউন্সিল সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত মঙ্গলবার একাডেমিক কাউন্সিলে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৈঠক চলে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।

একাডেমিক কাউন্সিল সদস্য সূত্রে জানা যায়, সভায় সমন্বিত পদ্ধতি নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি।
 ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ পরবর্তী একাডেমিক কাউন্সিল সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সভায় সমন্বিত প্রক্রিয়ার প্রস্তাবক অধ্যাপক ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।