ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় জবি শিক্ষার্থীদের অভিযান

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
ক্যাম্পাস পরিচ্ছন্নতায় জবি শিক্ষার্থীদের অভিযান

জবি: ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চ্যাপটারের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা।

 

সোমবার সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা চত্বরে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ প্রোগ্রামের উদ্বোধন করেন জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

 

পরে রোভার স্কাউট, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা যৌথভাবে ক্যাম্পাসের আবর্জনা পরিষ্কার করে। তাদের মাঝে ঝাড়–, বেলচা, ঝুড়ি ইত্যাদি বিতরণ করেন জবি ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া এবং সংগঠনের কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।

 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের অ্যাওয়ার্ড লিডার জবি শিক্ষক আবু লায়েক, ড. তহিদুল ইসলাম, জহির উদ্দীন আরিফ, সামশাদ আরিফিন শিমি, মেসবাহুল আলম পলাশ, মিন্টু আলী বিশ্বাস এবং আবু সালেহ সেকেন্দার।

 

জবি ভিসি বলেন, সংগঠনটির এ উদ্যোগ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও সৃজনশীলতার উন্নয়ন করতে পারবে।

 

তিনি আরো বলেন, মাত্র সাড়ে ৭ একর জায়গায় ২২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এতে সহজেই ক্যাম্পাস নোংরা হয়ে যায়। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

 

অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেন, ক্যাম্পাস ক্লিনিং ডে’র মত অনুষ্ঠান সচেতনতা বৃদ্ধি করে। আজকের পরে বিশ্ববিদ্যালয়কে ভিন্ন রূপে দেখার আশা রাখি।

 

শরিফুল হুদা বলেন, এ সংগঠনে যোগ দিয়ে শিক্ষার্থীরা দক্ষতার উন্নয়ন ঘটাতে পারবে।

 

আবু লায়েক বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ডিউক অব এডিনবরা। এ কর্মসূচির মাধ্যমে দেশের সব মানুষের মাঝে সচেতনতা জাগাতে প্রতীক হিসেবে কাজ করবে।

 

আবু সালেহ সেকেন্দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জবি শিক্ষক সমিতির সভাপতি ড. সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক ড. পরিমল বালা, নীল দলের সভাপতি ড. আশরাফ-উল-আলম প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।