ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

নোয়াখালী: নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর পূর্ব বাজারের চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমি স্কুলের সভাকক্ষে প্লে-গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে নানা রকমের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাডেমির উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।



বিভিন্ন শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সমন্বয়ে স্কুলের পরিচালক সাইফুল্লাহ কামরুলের সভাপতিত্বে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে ১৩০ জন শিক্ষার্থী প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল, হৃদয় হরণ, বৌ পিঠা, ব্লেড কাটা, গোলাপ ফুল পিঠা, তাল বড়া পিঠা, হাঁছের পিঠা, পানতুয়া পিঠা, মনচুরা পিঠা, নকশি পিঠা, নারিকেল কুচি পিঠা, সাঁচের পিঠা, ঝাল পিঠা, ডাল পিঠা, দুধ গজা, সুজি পিঠা, আমছি পিঠা, বেনী পিঠা, আলু জিলাপি, নুডলস পিঠা, তালভরা পিঠা, সেমাই পিঠা, লোর পিঠা, পাটি সাপঠা, মাছ পিঠা, রস বরি, তেলের পিঠা, দুধ মাখান, ডালের পিঠা, পুলি পিঠা, পানতুয়া পিঠা, দুধ পুনি, ডিমের পিঠা, গোলাপ পিঠা, বৌ পিঠা।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক।

বিশেষ অতিথি ছিলেন- বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হারুন-অর-রশিদ, অধ্যাপিকা আক্তার জাহান শেলী, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ পারভেজ, ৭১ টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ, লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক ডা. আবু তাহের। বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান, দৈনিক চলমান নোয়াখালী শহর প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।