ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবিতে ককটেল বিস্ফোরণে পরীক্ষার্থীসহ আহত ৪

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
রাবিতে ককটেল বিস্ফোরণে পরীক্ষার্থীসহ আহত ৪

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার শুরুতে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আহতরা হলেন- ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী জুঁথি (২১), রেশমি (২০), গোয়েন্দা পুলিশের সদস্য মুজিবুল ও গার্ড নজরুল ইসলাম (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে প্রবেশের সময় ককটেল বিস্ফোরণ ঘটলে দুই শিক্ষার্থীসহ ৪জন আহত হন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভর্তিচ্ছুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এতে দুই ভর্তি পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছেন বলে জানান ওসি।    

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের আওতায় ৪৯টি বিষয়ে ৩ হাজার ৬ শত আসনে প্রায় ১ লাখ ৭০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।