ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক মতিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
জাবির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক মতিন অধ্যাপক এম এ মতিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে বর্তমান উপ-উপাচার্য(প্রোভিসি) অধ্যাপক এম এ মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উপাচার্য ড. আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।



বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

একইভাবে এক মাসের মধ্যে বিদ্যমান সিনেট দিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়

আচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে দীর্ঘসময় ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকদের বড় একটি অংশ।

আন্দোলনের মুখে আনোয়ার হোসেন গত ২৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জাকসু এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন।

২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪/আপডেটেড- ১৬৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।