ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
ঢাবির ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ৩০ জানুয়ারি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৫০জন মেধাবী শিক্ষার্থীকে এ বছর ডিন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আয়োজনে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

যেসব শিক্ষার্থী বিএস ১ম বর্ষ সম্মান থেকে ৪র্থ বর্ষ সম্মান পর্যন্ত সকল কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই উত্তীর্ণ হয়ে কমপক্ষে ৩.৭৫ সিজিপিএ অর্জন করেছেন এবং যাদের ক্লাসে উপস্থিতির হার অন্তত শতকরা ৮০ ভাগ, তারাই ডিন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।