ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব বৃহস্পতিবার

ঢাকা: বিরোধীদলের অবরোধ কর্মসূচির মধ্যেই আগামী ২ জানুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হবে।

এ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হবে।

এ দিন দেশের প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা বই পাবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে আসছে। পর পর পাঁচ বছর ১ জানুয়ারি সারাদেশে ঘরে ঘরে বই পৌঁছে দিয়ে বিশ্বে ইতিহাসে নতুন জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

এবার ১ জানুয়ারি আখেরি চাহার সোম্বা উপলক্ষে স্কুল-মাদরাসা বন্ধ থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেবেন।

আর কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলে এ উৎসব পালন করা কবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন শিক্ষার্থীর মাঝে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮টি বই বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত চার বছরে বিনামূল্যে ৯২ কোটি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০০৯ সালে ৬ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৭৬১, ২০১০ সালে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১, ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি বই বিতরণ করা হয়।
 
আর সর্বশেষ ২০১৩ সালে ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জনের মাঝে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।