ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এগিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাজেদুল নয়ন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
এগিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে প্রচলিত রয়েছে ১২ ধরনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এর মধ্যে সোমবারের প্রকাশিত ফলাফলে দেখা যায়, সবচেয়ে পরিক্ষার্থীর সংখ্যা, পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও শতভাগ পাস বিদ্যালয়ে এগিয়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে পাসের হারে এগিয়ে আছে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত ব্র্যাক স্কুল।
 
দেশের মোট ৩৭ হাজার ৩৩৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ১১ লাখ ৪৪ হাজার ১০৭ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় পাসকরেছেন। পাসের হার ৮৩.৪২। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ হাজার ১৪৫ টি।
 
এরপরেই রয়েছে রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের ২৩ হাজার ১৮১টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ লাখ ৭৮ হাজার ৭৫১ শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৭৯.১৯। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৮ হাজার ৩৫৬ টি।
 
৩ হাজার ২০ টি নন রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৭৪ জন শিক্ষার্থী এবারের প্রাথমিক সমাপনীতে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮২.৪২। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৮৯।
 
উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে পাশের হার ৮২.০১। ১ হাজার ৮২৩ টি স্কুল থেকে পাস করেছে এক লাখ ১৫ হাজার ৭০১ জন। শতভাগ পাস প্রতিষ্ঠান ১ হাজার ৪৯৫টি।
 
শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ও পাসের হারে বেশ ভাল অবস্থানে রয়েছে কিন্ডার গার্টেন স্কুলগুলো। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ১৫ হাজার ৪৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪ হাজার ৯৮ টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাসকরেছেন। মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩ হাজার ২৫ জন।
 
এরপরে ব্র্যাক স্কুলগুলোর শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়। পাসের হার ৯৭.১৩। ৩ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের ১ লাখ ৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ৬৮৯ টি।
 
৫০২টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ৩৫ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস স্কুলের সংখ্যা ৩৮২ টি। পাসের হার ৭৬.১০।
 
দেশে পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৫৫টি। ৫২ টিতেই শতভাগ পাস। মোট উত্তীর্ণ শিক্ষার্থী ১ হাজার ৭১৮। পাসের হার ৯৪.৫৫।

অস্থায়ী রেজিঃ/অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৮৪.১৫। ৩৪৭ স্কুল থেকে পাস করেছে ৩ হাজার ৩৫০ জন। শতভাগ পাস প্রতিষ্ঠান ২৯২টি।
 
১ হাজার ১৬৪টি এনজিও স্কুল থেকে ১৬ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮০.৮৪। শতভাগ পাস স্কুলের সংখ্যা ৯৪১টি।
 
কমিউনিটি স্কুলগুলোতে পাসের হার ৮০.৮৩। ৮১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ২৬৭ জন শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস প্রতিষ্ঠান ৬৬২টি।
 
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৭৬টি স্কুলে পাসের হার শতভাগ। মোট ১০৪টি বিদ্যালয়ের ১ হাজার ৩৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৩.০৮।
 
বাংলাদেশ সময় ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।