ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

সিলেটে ইবতেদায়ীতে পাসের হার ৯০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সিলেটে ইবতেদায়ীতে পাসের হার ৯০ শতাংশ

সিলেট: সিলেট জেলায় এবারের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের ৯০ দশমিক ৫৬ শতাংশ।

গতবারের ফলাফলের চেয়ে এবার সব সূচকই বৃদ্ধি পেয়েছে।

বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। জেলায় ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৭৫ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ

সিলেট জেলার ইবতেদায়ী শিক্ষার্থীদের এ ফলাফল সোমবার দুপুর ২টায় বাংলানিউজকে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী।

জেলার ১২ উপজেলার মোট ৭ হাজার ১৭৩ জন ইবতেদায়ী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৪৯৬ জন। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৩ হাজার ৪৬৯ বেং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৭ জন।

জিপিএ ৫ পেয়েছে ৯২ জন ইবতেদায়ী শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৫৯ জন ও মেয়ে শিক্ষার্থী ৩৩ জন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।