ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রাথমিকে সিলেট জেলায় পাসের হার ৯৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
প্রাথমিকে সিলেট জেলায় পাসের হার ৯৫ শতাংশ ছবি:বাংলানিউজ (ফাইল ফটো)

সিলেট: সিলেট জেলায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) পাসের হার ৯৫ দশমিক ৭৭ শতাংশ।

গতবারের ফলাফলের চেয়ে এবার সব সূচকই বৃদ্ধি পেয়েছে।

বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। জেলায় ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ৭৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ।

সিলেট জেলার এ ফলাফল সোমবার দুপুর ২টায় বাংলানিউজকে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী।

জেলার ১২ উপজেলার মোট ৬৩ হাজার ৮৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬১ হাজার ১৩৪ জন। এদের মধ্যে ছেলে শিক্ষার্থী রয়েছে ২৭ হাজার ৬১৮ এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৫১৬ জন।

জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৭১ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১ হাজার ৩৩৬ জন এবং মেয়ে ১ হাজার ৩৩৫ জন।

সবচেয়ে বেশি জিপি ৫ পেয়েছে সিলেট সদর উপজেলার ১ হাজার ৪৪৯ জন শিক্ষার্থী। আর সবচেয়ে কম জিপিএ ৫ পেয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার ৩১ শিক্ষার্থী।

এবারের ফলাফল আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী।

তবে, কিছু উপজেলায় লোকবল সংকটের কারণে ফলাফলে বিরূপ প্রভাব পড়েছে বলেও স্বীকার করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad