ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মেহেরপুরে জেএসসিতে পাসের হার ৮৭ ও জেডিসিতে ৯৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
মেহেরপুরে জেএসসিতে পাসের হার ৮৭ ও জেডিসিতে ৯৮

মেহেরপুর: মেহেরপুরে স্কুলের জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৮৭ দশমিক ৮৭ ভাগ ও ৯৭ দশমিক ৯৯ ভাগ।

এ বছর জেলায় ৭ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ হাজার ৬৯৩ জন পাস করেছে।

এছাড়া জেডিসিতে ৮৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৮৭ জন পাস করেছে।

এদিকে, এবার জেলার গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

এছাড়া গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে ৪১ জন জিপিএ-৫, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৩৭ জন জিপিএ-৫, গাংনীর কসবা-ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১ জন জিপিএ-৫, কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন জিপিএ-৫, বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ জন জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।