ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাকা বোর্ডে সেরা ১০ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
ঢাকা বোর্ডে সেরা ১০ প্রতিষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে সবার সেরা হয়েছে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। তবে গত দু’বার প্রথম স্থান ধরে রাখলেও এবার অবস্থান হারিয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।


 
রোববার প্রকাশিত ফলাফলে তৃতীয় অবস্থানে রয়েছে রাজউক। দ্বিতীয় অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
Moteejhil-Ideal-01 
ভিকারুন নিসা নুন স্কুল থেকে ১৪৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮৮ জন কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ১৪৫৬ জন।
 
দ্বিতীয় অবস্থানে থাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় ১৩৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ১৩৮২ জন। জিপিএ ৫ পেয়েছেন ১৩১৬ জন।
 
গত দুইবারের চ্যাম্পিয়ান রাজউক এবার রয়েছে তৃতীয় অবস্থানে। ৪১৭ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছেন ৪১২ জন।
 
পরের অবস্থানেই রয়েছে মাইলস্টোন কলেজ। এ কলেজের ৯৫৮ পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৮৬৬ জন।
 
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৫০৭ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪৪৪ জন।
Uttara-Rajuk-1 
৬ষ্ঠ অবস্থানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ৩৯৩ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন। ৩৭৫ জন জিপিএ ৫ পেয়েছে।
 
সামশুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৩৭ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৮১ জন।
 
মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৩০০ জন। ২৭৯ জন জিপিএ-৫ পেয়েছে।
 
নবম অবস্থানে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এখানকার ৩০৫ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৮১ জন।
 
৩৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজের অবস্থান ১০ম। এখানকার ৩৬৩ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।