ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে সুনামগঞ্জ দ্বিতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে সুনামগঞ্জ দ্বিতীয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সিলেট শিক্ষা বোর্ডে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সুনামগঞ্জ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬০২ জন।



রোববার সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও দাখিলসহ সমমানের পরীক্ষার ফলাফল।

জেলার ১১টি উপজেলার ২৪টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৩শত ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৯ হাজার  ৭শত ৮৬ জন পাস করেছে।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-প্রযুক্তি) আহমেদ উল্লাহ জানান, সুনামগঞ্জে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক ৭০ ভাগ। ফলাফলে পাসের হার থেকে সুনামগঞ্জ জেলা সিলেট শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

এদিকে, এবারের জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা র্বোডের মধ্যে সেরা ২০-এ ১৬তম হয়েছে সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ জেলা শিক্ষা কল্যাণ শাখা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।