ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভোলায় পাসের হার ৯৬.৮০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
ভোলায় পাসের হার ৯৬.৮০ শতাংশ

ভোলা: ভোলায় ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৮০ শতাংশ।

এ বছর ভোলায় মোট পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ২৬৩ জন।

এরমধ্যে ছেলে পরীক্ষার্থী ৬ হাজার ৩৯৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫ হাজার ৮৬৭ জন।

রোববার প্রকাশ হওয়া ফলাফলে মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৮৭১ জন। এদের মধ্যে ছেলে ৬ হাজার ১৮২ জন ও মেয়ে ৫ হাজার ৬৮৯ জন।

এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৭৫ জন। এর মধ্যে ছেলে ৬৬৭জন ও মেয়ে ৭০৮ জন।

বরিশাল শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছরের পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা দশে স্থান পেয়ে ভোলার ৩টি স্কুল। স্কুলগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে লালমোহন হামিম একাডেমী, অষ্টম স্থানে রয়েছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নবম স্থানে রয়েছে লালমোহন ধলীগৌর নগর উচ্চ বিদ্যালয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বরিশাল বিভাগে পাসের হারের দিক থেকে ভোলা তৃতীয় স্থানে রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।