ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষকের পিটুনিতে হাসপাতালে কলেজ শিক্ষার্থী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় শিক্ষকদের পিটুনিতে শুভ্রাংশু চৌধুরী নামে এক কলেজ শিক্ষার্থী মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।



বৃহস্পতিবার সকালে কৈলাশহরের বিদ্যানগরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শুভ্রাংশু একটি বাঁশের টুকরি নিয়ে কলেজে ঢুকলে শিক্ষক সঞ্জয় দাস এ বিষয়ে জানতে চান। কিন্তু এ নিয়ে শুভ্রাংশুর সঙ্গে ওই শিক্ষকের বাগ-বিতণ্ডা হয়। পরে কলেজের বেশ কয়েকজন শিক্ষক এসে তাকে বেধড়ক পেটান।

এতে শুভ্রাংশুর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার কলেজে বিক্ষোভ করে ছাত্র সংগঠন এনএসইউআই। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এছাড়া আহত শুভ্রাংশুর অভিভাবকরা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই কলেজের শিক্ষকরা জানান, শুভ্রাংশু তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। তাই তারা তাকে শাসন করেছেন।

কিন্তু হাসপাতালের বেডে শুয়ে শুভ্রাংশু জানিয়েছেন, অহেতুক শিক্ষকরা তাকে পিটিয়েছেন।

এদিকে, এ বিষয়টি নিয়ে শুক্রবার কলেজের ম্যানেজিং কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষকদের এমন পিটুনির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।